By মুক্তি বার্তা
ধর্ষণের প্রতিবাদে বরিশালে তরুণীদের সাইকেল র্যালী
রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
লাল- সবুজ সোসাইটির আয়োজনে বুধবার সকাল সারে ৯ টায় অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে এই র্যালী বের করা হয়।
বিভিন্ন স্কুল ও কলেজের ১৬ শিক্ষার্থীর অংশগ্রহনে এ র্যালীটি সদররোড, হাসপাতাল রোড, সিএন্ডবি রোড হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এসময় তারা পিঠে প্রতিবাদী বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড শোভা পায়।
পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পাদদেশে সাধারণ নারী ও পুরুষের অংশগ্রহনে ধর্ষনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করে ওই তরুনীরা।
মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষদের পাশাপাশি, শারিরীক প্রতিবন্ধী নারী ও লাল -সবুজ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, কোন আহবান নয়, যার মনে হয়েছে ধর্ষনের বিরুদ্ধে রুখে দাড়ানো প্রয়োজন, প্রতিবাদ করা উচিত তারাই এখানে অংশগ্রহন করেছে।
মুবার্তা/এস/ই