By মুক্তি বার্তা
চৌগাছার স্বর্পরাজপুর ও কান্দি গ্রামে স্ট্রিট লাইট স্থাপন
চৌগাছা-যশোরঃ উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ”গ্রাম হবে শহর” তারই আলোকে চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর ও কান্দি গ্রামে স্ট্রিট লাইট লাগানো হয়েছে।
আজ উপজেলার ৬ নং জগদীশপুর ইউনিয়নে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ_নাসির_উদ্দিন এর বরাদ্দকৃত এই street light লাগানোর কাজ সম্পন্ন করা হয়।
চৌগাছা উপজেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম বদরুল আলম ও চৌগাছা উপজেলা আওয়ামীলীগ এর সহ-প্রচার সম্পাদক মোঃ শফিক হায়দার লাভলু এর সার্বিক সহযোগিতায় ২৪ টি লাইটের ধারাবাহিকতায় আজ শেষ দিনে ৪টি লাইট স্থাপন করা হয়।
মুবার্তা/এস/ই