By মুক্তি বার্তা
আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীর মৃত্যুদন্ডের দাবি
চৌগাছা (যশোর): নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বর্বরোচিত কায়দায় নির্যাতনসহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের অতিদ্রুত এবং একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে চৌগাছা উপজেলা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর নির্দেশনায় বুধবার সন্ধ্যায় পৌরসদরের মুক্তি ভাস্কর্যের মোড়ে এই কর্মসূচী পালিত হয়।
চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন ও সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু’র নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিহাদ হোসেন, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আমজাদ হোসেন, ধুলিয়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেফাউন ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন মাসুদ, পাতিবিলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আলমগীর হোসেন, এবিসিডি কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেদ হোসেন, জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জনি হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সুমন এছাড়া উপস্থিত ছিলেন সাগর কুমার, শাকিল হোসেন, আক্তারুল ইসলাম, সাগর হোসেন, রায়হান,ইমন, স্বপ্ন সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।
মুবার্তা/এস/ই