আজঃ শনিবার ● ৩০শে ভাদ্র ১৪৩১ ● ১৪ই সেপ্টেম্বর ২০২৪ ● ১০ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৪:০৬
শিরোনাম

By মুক্তি বার্তা

মাকড়সা থেকে রক্ষা পাবার ঘরোয়া উপায়

ফাইল ছবি

স্বাস্থ্য ডেস্কঃ মাকড়সার হাত থেকে রক্ষা পেতে যতোই ঝাড়ু দিন না কেন এরা ঠিক উপস্থিত হবে আপনার বাড়িতে আর জাল ছড়াবে আপনার প্রিয় দেওয়ালের কোণাতে। এর আবার বিষও কিন্তু মারাত্মক। যা আপনার পরিবারকে অসুস্থ করতে পারে। তাহলে উপায় কী? আপনার ঘর থেকে এদের চিরতরে বিদায় দিতে কিছু সহজ উপায় অবলম্বন করতে পারেন।

পুদিনা পাতা- অনেকেই হয়তোবা জানেন না মাকড়সা পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কিছু পুদিনা পাতা পানি ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। তারপরে সেটি স্প্রে বোতলে ভরে ঘরের যে সব জায়গায় মাকড়সার জাল রয়েছে সেখানে স্প্রে করুন। পুদিনা পাতার বদলে পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন।

হোয়াইট ভিনিগার- ঘর থেকে মাকড়সার তাড়াতে পুদিনা পাতার থেকেও ভিনেগার বেশি কার্যকরী। ভিনিগারের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে মাকড়সার জালে স্প্রে করে দিন। মাকড়সা ঘেঁসবে না আপনার বাড়িতে। এছাড়া কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হতে পারে এমনসব জায়গাগুলোতে স্প্রে করতে পারেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন