আজঃ বৃহস্পতিবার ● ১০ই মাঘ ১৪৩১ ● ২৩শে জানুয়ারি ২০২৫ ● ২১শে রজব ১৪৪৬ ● রাত ২:৫৭
শিরোনাম

By মুক্তি বার্তা

চার বছর ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে কাউন্সিলরের তিনতলা আলিশান বাড়ি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের চৌগাছায় বৈধভাবে সংযোগ না নিয়েও প্রায় চার বছর ধরে তিনতলা আলিশান বাসভবনে বিদ্যুৎ ব্যবহার করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে চৌগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফার বিরুদ্ধে। এতে করে বিদ্যুৎ বিভাগের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করেন পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী কামাল জিয়াউল ইসলাম লেলিন। এরপরই বিষয়টি প্রকাশ হয়ে পড়লে শহরব্যাপী তোলপাড়ের সৃষ্টি হয়।
তবে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফা দাবি করছেন, ৪ বছর নয়, চলতি বছরেই তিনি ওই বাড়িতে উঠেছেন।
চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজের পিছনে কলেজের প্রাচীর ঘেষেই রয়েছে পৌর কাউন্সিলর গোলাম মোস্তফার একটি তিনতলা (কমপ্লিট নয়) বিলাসবহুল বাড়ি।
অভিযোগ উঠেছে, প্রায় চার বছর ধরে এই বাড়িতে বৈধভাবে কোনও সংযোগ নেওয়া না হলেও তিনি রীতিমত বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। পল্লী বিদ্যুতের এক শ্রেণির অসাধু কর্মচারীদের সহায়তায় তিনি এই অনৈতিক কাজ করে আসছেন। যার ফলে সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
জানতে চাইলে পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, তিন-চার বছর নয়, সম্প্রতি কলেজের পাশে আমার নতুন বাড়িতে উঠেছি। বিদ্যুতের মিটারের আবেদনও করা হয়েছে। ঘরের ভেতরে লাইনের কাজ কমপ্লিট রয়েছে। পল্লী বিদ্যুতের ডিজিএমের সঙ্গে কথা বলেছি; যেকোনও সময় মিটার লেগে যাবে।
মিটার বাদেই বিদ্যুৎ ব্যবহার করছি- এটি খুবই সামান্য একটি ব্যাপার। আমি পৌর আওয়ামী লীগের সেক্রেটারি। তুচ্ছ এই বিষয়টি নিয়ে প্রতিপক্ষ মিথ্যাচার করছে।
জানতে চাইলে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম প্রকৌশলী কামাল জিয়াউল ইসলাম বলেন, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে তার তিনতলা বাড়িতে অনৈতিকভাবে বিদ্যুত ব্যবহারের অভিযোগটি সত্য। আমরা তদন্ত করে এর সত্যতা পেয়েছি। বিষয়টি আজ (৮ অক্টোবর) উপজেলা পরিষদের সভায় জানিয়েছি। সভা থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া পৌরমেয়র সাহেবকেও ইনডিভিজুয়ালি বলা হয়েছে। দেখা যাক, তিনি কী ব্যবস্থা নেন।
তিনি বলেন, প্রায় চার বছর ধরে তিনি এভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন। তার বাড়ির অবয়ব অনুযায়ী প্রতিমাসে কমবেশি তিন হাজার টাকার মতো বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চারবছরের হিসেবে প্রায় এক লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বিদ্যুৎ বিভাগের।
এতোদিন ধরে ব্যবহৃত হচ্ছে ইতোপূর্বে কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। সেকারণে বিষয়টি আমার জানা ছিল না।
জানতে চাইলে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী এম এনামুল হক বলেন, পরিষদের সভায় বিষয়টি উঠেছে। ১০ অক্টোবর এখানে একটি উপ-নির্বাচন আছে (পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে)। এটি শেষেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি, বিষয়টি ভালভাবে দেখেই ব্যবস্থা নেয়া হবে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে কাউন্সিলর গোলাম মোস্তফা নন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মুজিদ।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন