আজঃ রবিবার ● ৯ই চৈত্র ১৪৩১ ● ২৩শে মার্চ ২০২৫ ● ২১শে রমযান ১৪৪৬ ● রাত ৪:৫৯
শিরোনাম

By মুক্তি বার্তা

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফাইল ছবি

কামরুজ্জামান, যশোরঃ শুক্রবার (৯ অক্টোবর’২০২০) বিকাল ৩ ঘটিকায় যশোরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক দড়াটানা ভৈরব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন এর পরিচালনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে পাশবিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের শুরুতেই পুলিশের বাধার কারণে মিছিল বন্ধ করতে বাধ্য হতে হয়।

উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম মহাশিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জর, দপ্তর সম্পাদক আশিক বিল্লাহ, প্রচার সম্পাদক হাসানুর রহমান এজাজী, ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, ইসলামী যুব আন্দোলনের সাঃগাঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, মানবাধিকার সমপাদক হাবিবুর রহমান,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন