আজঃ মঙ্গলবার ● ৪ঠা চৈত্র ১৪৩১ ● ১৮ই মার্চ ২০২৫ ● ১৭ই রমযান ১৪৪৬ ● বিকাল ৫:০৫
শিরোনাম

By মুক্তি বার্তা

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হেলথ মিনিষ্টার ন্যাশনাল এ্যাওয়ার্ড অর্জন

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে হেলথ মিনিষ্টার ন্যাশনাল এ্যাওয়ার্ড লাভ করেছে। মাতৃ প্রসূতিসহ যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান,পরিস্কার পরিচ্ছন্নতা সর্বোপরি সন্তোষজনক সেবা ও  সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এ শ্রেষ্ঠত্ব অর্জণ করে ।

সম্প্রতি ঢাকায়  হেলথ মিনিষ্টার ন্যাশনাল এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এ সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেন। এসময় স্বাস্থ্য সচিব আ. মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের  মহা পরিচালক এবিএম  খুরশিদ আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান বলেন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে তাদের কর্মস্পৃহা বহুগুন বেড়ে গেছে। মানুষের আশানুরূপ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরার পাশাপাশি এখন জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘হেলথ মিনিষ্টার ন্যাশনাল এ্যাওয়ার্ড’ লাভ করায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসানসহ সকল চিকিৎসক ও সংশ্লিষ্টদের বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন