By মুক্তি বার্তা
চৌগাছায় পৌর কাউন্সিলর পদে সিদ্দিকুর রহমান ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত
আব্দুল আলীম ও মেহেদী হাসান: যশোরের চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাঞ্জাবী মার্কা নিয়ে ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন টেবিলল্যাম্প মার্কা নিয়ে মোহাম্মদ আলী খোকন। তিনি পেয়েছেন ১৩০ ভোট। এছাড়া ডালিম মার্কা নিয়ে আহাদুল ইসলাম নজরুল পেয়েছেন ৫৩ ভোট, পানির বোতল মার্কা নিয়ে শাহাবুদ্দীন পেয়েছেন ৪০ ভোট, ব্লাকবোর্ড মার্কা নিয়ে উবায়দুল ইসলাম ফন্টু পেয়েছেন ২২ ভোট এবং উট মার্কা নিয়ে জাফর ইকবাল পেয়েছেন ৭ ভোট।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
উল্লেখ্য এরআগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সিদ্দিকুর রহমান কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৯ সালে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনি পদত্যাগ করলে উপ-নির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ নির্বাচিত হন।
কয়েক মাসের মধ্যেই তিনি মারা যান অন্যদিকে সিদ্দিকুর রহমান ভাইস চেয়ারম্যান পদে পরাজিত হন। ফলে আবারো উপ- নির্বাচনে প্রাথী হন সিদ্দিকুর রহমান। নির্বাচনের ভোট গ্রহণের দিন ছিল ২৯ মার্চ। কিন্তু করোনা অতিমারির জন্য দেশে সাধারণ ছুটি ঘোষণা হলে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। পরে ১০ অক্টোবর ভোট গ্রহণের দিন নির্ধারন করে নির্বাচন কমিশন।
মুবার্তা/এস/ই