আজঃ রবিবার ● ১লা আষাঢ় ১৪৩২ ● ১৫ই জুন ২০২৫ ● ১৭ই জিলহজ্জ ১৪৪৬ ● রাত ১:১২
শিরোনাম

By মুক্তি বার্তা

চতুর্দশপদী কবিতা- “মায়াজাল”

ফাইল ছবি

মায়াজাল
          কেয়ন ইমরান
ধরার মায়াজালে জড়াইয়া মানব
আজি পাপাচারে লিপ্ত হইয়া গিয়াছে।
কাহারও আচারণ দেখিতে দানব,
রুপ ভয়ানক জানোয়ার সম পিছে।
মায়াজালের এই দুনিয়া শুধু মিছে,
ছুটিয়া চলে নিত্য ক্ষমতার রাঘব।
সবই সহজ অর্থ পিশাচের কাছে,
নীতিহীন উল্লুক- চরম বেয়াদব।
মায়াজালের বলয় হইতে নিস্তার
পাইতে মাখলুকাত অতিব চঞ্চল।
কি এমন বাণীতে উত্তপ্ত ক্ষিতিতল,
দানবীয় রুপকে করিল সংহার!
পৃথিবীতে থাক এই বাণী বিদ্যমান,
মায়াজালের রুপ হউক অবসান।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন