আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৫:৫৫
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

চৌগাছায় দারুল উলুম কওমী ও হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  

ফাইল ছবি

আব্দুল আলীমঃ যশোরের চৌগাছার ধূলিয়ানীতে অবস্থিত “দারুল উলুম কওমী ও হাফিজিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদ্রাসাটির ভবনের অভাব ছিলো। তাইতো অস্থায়ীভাবে মাদ্রাসার কার্যক্রম চলে আসছিলো ধূলিয়ানী বাজার জামে মসজিদের দোতলায়। আজ কিছুটা হলেও মাদ্রাসার নিজস্ব জায়গা ও ভবনেই হলো অবস্থান। যদিও বেশ আগে করা নূরানী মাদ্রাসার টিনশেডের ভবনটিতেই আজ দারুল উলুম কওমী ও হাফিজিয়া মাদ্রাসার অবস্থান। গত ১০ অক্টোবর শনিবার রাত্রে মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু মুসা মাদ্রাসার ছাত্রদের নিয়ে নতুন এই জায়গায় অবস্থান করে।
আজ ১১ অক্টোবর রবিবার মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারুইহাটি বলিদাপাড়া দারুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা আসাদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা শাহাজান আলী, মাওলানা বিল্লাল হুসাইন, মুফতি শরীফ মাহমুদ, মাওলানা আনিচুজ্জামান, মুকুন্দপুর জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম হুসাইন, ফতেপুর জামে মসজিদের ইমাম আবু সাঈদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুম, মাস্টার আব্দুল আলীম, মাদ্রাসার সভাপতি মাস্টার আলাউদ্দীনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ধূলিয়ানী বাজার জামে মসজিদের ইমাম ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোমিনুর রহমান।
উল্লেখ্য এরই মাঝে চলছে মাদ্রাসার জন্য নতুন একটি টিনশেডের ভবনের কাজ। কিন্ত রয়ে গেছে অর্থের অভাব। মাদ্রাসার জমি দাতা ছিলেন গ্রামের মৃত হাজী শাহাদৎ হোসেন বিশ্বাস। বর্তমানে সেই জায়গাতেই মাদ্রাসাটি পরিচালনার উপযোগী করে তুলতে মৃত হাজী শাহাদৎ হোসেন বিশ্বাসের ছেলে মাদ্রাসার সভাপতি মাস্টার আলাউদ্দীন সাহেব অনেকটায় খরচ করেছেন। কিন্তু তবুও পড়ে রয়েছে অসমাপ্ত কাজ।
এর আগেও গ্রামের বিভিন্ন ব্যক্তিদের সাহায্যে চেষ্টা করে মাদ্রাসার কাজ অনেকটা এগিয়ে গেছে। একটু থাকার মতো ব্যাবস্থা হয়েছে কিন্তু অনেক কাজই অসমাপ্ত রয়ে গেছে, রয়ে গেছে পর্যাপ্ত ভবনের অভাব। এমতাবস্থায় মাদ্রাসার পক্ষ থেকে কতৃপক্ষ সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে সাহায্যও কামনা করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন