By মুক্তি বার্তা
দূর্গা পূজার আনন্দের ধূম বয়ে যাচ্ছে প্রতিমা তৈরির মাঝে
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে এ বছর চৌগাছার ৩৯টি মন্ডবে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। মন্দির গুলোতে প্রতিমা তৈরীতে কারিগররা দিনরাত কাজ করে যাচ্ছেন।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গত বছর ৪৪টি মন্ডবে দূর্গাপুজা অনুষ্ঠিত হলেও এ বছর কমে তা ৩৯ এ দাঁড়িয়েছে। এরমধ্যে ফুলসারা ইউনিয়নে ৩টি, পাশাপোল ইউনিয়নে ২টি, সিংহঝুলী ইউনিয়নে ২টি, ধুলিয়ানীতে ১টি, চৌগাছা সদর ইউনিয়নে ৬টি, জগদীশপুর ইউনিয়নে ৫টি, পাতিবিলায় ২টি, হাকিমপুরে ৪টি, স্বরুপদাহে ৬টি, নারায়নপুরে ১টি, সুখপুকুরিয়া ইউনিয়নে ৩টি ও চৌগাছা পৌরসভার মধ্যে ৪টি মন্ডবে পুজা অনুষ্ঠিত হবে।
গতকাল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে যেয়ে দেখা যায় প্রতিমা তৈরীর ভাস্কর সাতক্ষিরা জেলার অনিমেষ ও তন্ময় শেষ সময়ের মাটির কাজ করছেন। তারা চৌগাছার বিভিন্ন মন্ডব ছাড়াও সাতক্ষীরা জেলাতে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামের লক্ষন হালদারের স্ত্রী অঞ্জনা রানী বলেন, আগামী ২১ অক্টোবর পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে দূর্গাদেবীর বোধন আর ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমির মধ্য দিয়ে দূর্গাউৎসব শেষ হবে।
চৌগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই রীতি নিয়ে সীমান্তবর্তী উপজেলাতে যুগযুগ ধরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসব হয়ে আসছে। কিন্তু এ বছর মহামারি করোনা ভাইরাসের কারনে সেই উৎসবে কিছুটা হলেও ছেদ কেটেছে।
সরকার থেকে ২৬টি নির্দেশনা দেয়া হয়েছে এ গুলো মেনেই মূলত দূর্গা উৎসব উদযাপিত হবে। আমরা উপজেলার প্রতিটি মন্দির এলাকার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে চলেছি, ভাল ভাবেই সব কিছুই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুবার্তা/এস/ই