আজঃ শনিবার ● ২৮শে আষাঢ় ১৪৩২ ● ১২ই জুলাই ২০২৫ ● ১৬ই মুহাররম ১৪৪৭ ● রাত ৯:৩৬
শিরোনাম

By মুক্তি বার্তা

একটি ডিমওয়ালা মা ইলিশ  লাখো ইলিশের জন্ম দেয় ….এমপি শাহে আলম

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥বরিশালের বানারীপাড়ায় ‘নিরাপদ মাছে গড়বো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে প্রজননক্ষম সময় ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধে জেলেদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার বিকালে উপজেলার সদর  ইউনিয়নের  ব্রাক্ষ্মনকাঠি  গ্রামের সন্ধ্যা নদীর তীরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম বলেন, একটি ডিমওয়ালা মা ইলিশ লাখো ইলিশের জন্ম দেয়। তাই দেশ ও জাতির স্বার্থে লোভ সংবরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায়  উপজেলা  নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোখলেসুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু  প্রমুখ

ফেসবুকে লাইক দিন