আজঃ শুক্রবার ● ৬ই বৈশাখ ১৪৩১ ● ১৯শে এপ্রিল ২০২৪ ● ৯ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৯:৫৭
শিরোনাম

By মুক্তি বার্তা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  নারীর শাসনই ২৮ বছর!

ফাইল ছবি

সোহেল সানি, বিশিষ্ট কলামিস্টঃ
স্বাধীনতার ঐতিহাসিক  সুবর্নজয়ন্তী আগামী বছর। যখন রাষ্ট্রক্ষমতায় একজন নারী- শেখ হাসিনা। স্বাধীনতার রজতজয়ন্তীরও দেখা মেলে তাঁর শাসনামলে।
সত্যিই ইতিহাসের অপূর্ব যোগসূত্রই বটে, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান। আর সেই স্বাধীনতার রজতজয়ন্তীর উৎসব ও সুবর্ণজয়ন্তীর মহাউৎসব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলেই।
ভারতবর্ষেই ১৯২৬ সালের আগে নারীর ভোটের অধিকার ছিল না। পাকিস্তান আমলে  মন্ত্রিসভায় দেখা মেলেনি নারীর।
গত ৪৯ বছরের মধ্যে ২৭ বছর দেশশাসিত হয় নারীনেতৃত্বে। চলতি মেয়াদ পূর্ণের মাধ্যমে  শেখ হাসিনার ক্ষমতার দু’দশক পূর্তি হবে। অপরদিকে দু’মেয়াদে একদশক দেশ শাসন করেন বেগম খালেদা জিয়া।
দেশে রাজনীতিতে নারী নেতৃত্বের উত্থান ঘটেছে গভীর এক সংকটের মুখে। জিয়া-এরশাদের সামরিক শাসনামলে।
বঙ্গবন্ধু এবং জিয়া হত্যাকান্ডের ফলশ্রুতিতে। নেতৃত্বের সংকটের মুখে শেখ হাসিনাকে আওয়ামী লীগে ও খালেদা জিয়াকে বিএনপির নেতৃত্বে আসীন করে।
১৯৮১ সালের ১৭ মে স্বদেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন। বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও জিয়া হত্যার পর বিএনপিকে  ক্ষমতাচ্যুত করা যায়নি বা হয়নি। জারি করা হয়নি সামরিক শাসনও। বঙ্গবন্ধু হত্যার পর যা জারি করা হয়েছিল।
জিয়া নিহত হলে বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে বিএনপিই ক্ষমতায় থাকে। ৮১ সালের ১৫ নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে শেখ হাসিনা নিজে প্রার্থী না হয়ে ডঃ কামাল হোসেনকে প্রার্থী করেন। বিএনপি মহাসচিব অধ্যাপক ডাঃ বি চৌধুরী ও মওদুদ আহমেদ পন্থীরা খালেদা জিয়াকে প্রার্থী করতে চাইলেও সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। নেপথ্যে সেনাপ্রধান জেনারেল এরশাদ ও তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান পন্থীদের সমর্থনে বিচারপতি সাত্তারই রাষ্ট্রপতি প্রার্থী হন। প্রহসনের সেই নির্বাচনে সাত্তার রাষ্ট্রপতি হন। দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগে
১৯৮২ সালের ২৪ মার্চ বিচারপতি সাত্তারকে হটিয়ে আসে এরশাদের সামরিক শাসন। অচিরেই  জন্ম নেয়
এরশাদের জাতীয় পার্টি। বিএনপি ও আওয়ামী লীগের নেতারা মন্ত্রীত্বের বিনিময়ে রাতারাতি জাতীয় পার্টি হয়ে ওঠেন।   সংকটের মুখে
১৯৮৪ সালে বিএনপির নেতৃত্বে আসীন হন খালেদা জিয়া। ১৯৮৬ সালের নির্বাচন বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগ অংশ নেয়। শেখ হাসিনা প্রথম নারী হিসেবে বিরোধী দলের নেতার আসন অলংকৃত করেন। তিনজোটের রূপরেখার আন্দোলনে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতন হয়। ১৯৯১ সালের নির্বাচনে অকল্পনীয়ভাবে হেরে যায়। বিএনপি জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় যায়। প্রথম নারী হিসেবে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন।
আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনের মুখে বিএনপির পতন হয়। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয় আওয়ামী লীগ। কিন্তু পরের ২০০১ সালের ১ অক্টোবরের নিবাচনে দলটি হেরে যায়। ২০০৮ ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ মহাবিজয় অর্জন করে। এরই মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিমকোর্ট কর্তৃক বাতিল হয়। বিরোধীদের অভিযোগ এর সুফল ভোগ করছে আওয়ামী লীগ।
বিরোধী দলের নেতা  বেগম রওশন এরশাদও একজন নারী। তার স্বামী এরশাদ ইন্তেকাল করায় জাতীয় পার্টিও গভীর সংকটে।
 গত ৪৯ বছরের প্রথম সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাষ্ট্রপতি মোশতাক ছিল ২ মাস ২৩ দিন। একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মুখে
বিচারপতি এএসএম সায়েম রাষ্ট্রপতি হলেও শাসনকার্য চলে যায় জেনারেল জিয়ার হাতে। জিয়ার সেই শাসনামলের অবসান হয়১৯৮১ সালের ৩০ মে নিহত হলে। সাত্তার ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতাচ্যুত হন। এভাবেই শুরু হয় এরশাদের  ৯ বছরের শাসন-শোষণ। হাসিনা- খালেদার ৩০ বছর আর বাকী ২০ বছর ১২ জন পুরুষ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের যাত্রা শুরু।১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় ১২ জন পুরুষ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা হিসাবে শাসনকার্য পরিচালনা করেন।
যারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম, জেনারেল জিয়া, বিচারপতি সাত্তার, বিচারপতি এএফএম আহসান উদ্দিন চৌধুরী ও এইচএম এরশাদ,
১৯৯০ সালের অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ১৯৯৬ সালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, ২০০৬ সালের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, ২০০৭ সালের সেনাসমর্থিত সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ।
প্রসঙ্গত, ১৯৭২ থেকে ১৯৭৫ বঙ্গবন্ধুর শাসনামলে মোট ৫০ জন মন্ত্রীর মধ্যে মাত্র ২ জন মহিলা প্রতিমন্ত্রী ছিলেন। মানে কোন পূর্ণমন্ত্রী ছিল না।
১৯৭৯ থেকে ১৯৮২ জিয়া-সাত্তারের শাসনামলে মোট ১০১ জন মন্ত্রীর মধ্যে ৪ জন মহিলা মন্ত্রী ছিলেন। ১৯৮২ থেকে ১৯৯০ এরশাদের শাসনকালে ১৩৩ জন মন্ত্রীর মধ্যে ৪ জন মহিলা মন্ত্রী ছিলেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার ৩৯ জন মন্ত্রীর মধ্যে ৩ জন মহিলা প্রতিমন্ত্রী ছিলেন।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ৪৬ জন মন্ত্রীর ৪ জন মহিলার মধ্যে ২ জন পূর্ণ মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী    ছিলেন।
২০০১ থেকে ২০০৬ খালেদা জিয়ার ৬০ জন  মন্ত্রী ছিলেন। এর মধ্যে মহিলা ১ জন পূর্ণ মন্ত্রী ও আরেক জন মহিলা  প্রতিমন্ত্রী ছিলেন।
এবং ২০০৯ সালে শেখ হাসিনার ৪৪ সদস্য মন্ত্রিসভায় ৪ জন পূর্ণ মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী দেখা যায়। বর্তমান মন্ত্রিসভায় একজন মহিলা পূর্ণ মন্ত্রী ১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। স্পিকার পদে একজন মহিলা রয়েছেন।  যদুও মোট জনসংখ্যার হার অর্ধেকেরও বেশি মহিলা। কিন্তু নারী প্রতিনিধিত্বের হার সেই তুলনায় খুবই নগণ্য।
লেখকঃ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন