By মুক্তি বার্তা
কবিতা-“অর্থী”, কেয়ন ইমরান
অর্থী
কেয়ন ইমরান
আকাশের গায়ে মেঘের ফুলঝুরি,
বৃষ্টি নামবে এই এক্ষুণি।
ভাসিয়েছি নদীতে ছোট্ট তরী,
বাতাস বইতে পারে ঘূর্ণি।
বৈঠাতে চাপ দেয় ত্বরা
এগোতে পথ উদ্বিগ্ন আমি,
কিম্ভূতকিমাকার হয়েছে মেঘের চেহারা,
আঘাত হানে তরীতে ঊর্মি।
বাতাসের গতিবেগ দ্রুত বৃদ্ধি-
মাঝ নদীতে জীবন রবি,
এখন কোথায় পাব সন্ধি!
মন উনুনে গলিছে চর্বি।
আর কি হবে ফেরা,
পরিবারের কাছে হতে সোহাগী!
মলিন হয়েছে মম চেহারা,
পাহারায় আছে দেখি বর্গী।
হিম হয়ে আসছে দেহ-
অন্ধকারে নেই কোন জ্যোতি।
কেমন আছে মম গেহ-
ভেবে হয়ে গেছি মূর্তি।
তুফানের কবলে আমার তরী-
না ডুবে বেঁচে আছি।
হাজার বার খোদাকে স্মরি-
কোথা পাব বসার কুর্ছি!
নদীপথ পাড়ি দেয়া কঠিন,
মাঝিকে হতে হয় জিহাদী।
জলে শক্তিশালী হয় মীন,
লুকাতে সংরক্ষণ করে উর্দি।
আমি ম্যুহমান অতিব শোকে,
কোথায় পাব সময়ের অতিথি?
চেয়ে আছি তাই অপলকে-
আমি তব সকাশে অর্থী।
মুবার্তা/এস/ই