By মুক্তি বার্তা
চৌগাছায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম শার্শা উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পাওয়ায় তার বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে সোমবার বিকালে উপজেলা শিক্ষা অফিসে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কয়ারপাড়া সপ্রাবির প্রধান শিক্ষক নূর ই আলম মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া ও সঞ্জয় ঘোষাল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি সামাউল ইসলাম, বদিউজ্জামান, আমিনুর রহমান, রুপালী পারুল, সাধারণ সম্পাদক এবিএম শাহীন মাহবুব, মহিলা সম্পাদক রওশনারা খাতুন, যুগ্ম সম্পাদক মকলেছুর রহমান, মঞ্জুয়ারা খাতুন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসাইন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম, সহ-সভাপতি সালমা খাতুন, মামুন শামীম আকতার লিখন, সাধারণ সম্পাদ সাহিদুজ্জামান সবুজ, যুগ্ম সম্পাদক জলিমা খাতুন, শাহারিয়ার কবীর, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ। এসময় দুই শিক্ষক সমিতির উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুবার্তা/এস/ই