Edit By: মুক্তি বার্তা
চৌগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে “ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” অনু্ষ্ঠিত
আব্দুল্লাহ আল মাসুম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলার ৪ নং ধুলিয়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে “ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।
“রক্ত দাও জীবন বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার ধূলিয়ানী বাজারের হাটচাঁন্দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ধূলিয়ানী ইউপি শাখার আয়োজনে সম্পূর্ণ ফ্রিতে এই “ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং ধুলিয়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হাসানুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে অংশ নেন। ক্যাম্পেইনের মূলকথা ছিল “রক্ত দাও জীবন বাঁচাও”। এই ক্যাম্পেইনে আনুমানিক ৮০ জনের রক্তের গ্রুপ পরিক্ষা করা হয় এবং ভবিষ্যৎ প্রয়োজনের জন্য তাদের নামের তালিকা ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়।
মুবার্তা/এস/ই