আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ভাদ্র ১৪৩১ ● ১২ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● ভোর ৫:১৬
শিরোনাম

By মুক্তি বার্তা

সড়ক দূর্ঘটনায় মেহেরপুরের একই পরিবারের দুইজন নিহত 

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১৫অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠের মধ্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও খোয়া ভাঙ্গা যানের মধ্যে এই দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ওয়াসিম মিয়া (৩৩) এবং জাফর আলী (৩৫)। নিহত দুজনের বাড়ি আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়া। তারা সম্পর্কের দিক দিয়ে হলেন দুলাভাই শ্যালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইটের খোয়াভাঙ্গা শ্রমিক হিসেবে আমঝুপি গ্রামের আব্দুল জব্বারের খোয়া ভাঙ্গা যান (খোয়াভাঙ্গা মেশিন) নিয়ে ওয়াসিম ও জাফর মেরামতের জন্য আজ ভোরে বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে মেহেরপুর-গামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অপরদিকে ঘটনাস্থলেই খোয়া ভাঙ্গা যানের ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান দূর্ঘটনর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত যান দু’টি উদ্ধারের কাজ চলছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন