By মুক্তি বার্তা
বিখ্যাত অভিনেত্রী করোনায় আক্রান্ত, কি হলো অবশেষে?
ভারতের অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় কেভিড-১৯ এ আক্রান্ত। এমনটাই ছড়িয়ে যায় সারা ভারতবর্ষে। কিন্তু তিনি একদম ভাল আছেন। কোনও কিছু হয়নি তাঁর। এক্কেবারে সুস্থ আছেন তিনি। লাইভে হাজির হয়ে এমনই জানালেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।
দিদি নম্বর ওয়ানের শ্যুটিংয়ের ফাঁকে লাইভ সেশনে হাজির হন রচনা। সেখানে ভক্তদের উদ্দেশে রচনা জনান, তিনি একেবারে ভাল আছেন। শরীর সুস্থ রয়েছে তাঁর। এত মানুষের ভালবাসা, স্নেহ পান যে তাঁর শরীর খারাপ হতেই পারে না। তিনি সুস্থ আছেন। তবে যে বা যাঁরা কোভিড হয়ে তাঁর শরীর খারাপ বলে রটনা করেছেন, তা ঠিক কাজ করেননি। ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের গুজব না ছড়ান, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী। পাশাপাশি এও জানান, ঈশ্বরের আর্শিবাদ রয়েছে তাঁর উপর। তাই মানুষের ভালবাসাকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন বলেও জানান রচনা।
সূত্রঃ ইন্টারনেট, মুবার্তা/এসই