আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৬ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ৩:০৯
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

বানারীপাড়ায়  দু’টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বেতাল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব সলিয়াবাপুর শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম এ দু’টি ভবনের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত এলজিইডির এক কোটি ৭৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে  ৪ তলা ভীত বিশিষ্ট এ দু’টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে।

মুবার্ত/এস/ই

ফেসবুকে লাইক দিন