আজঃ বৃহস্পতিবার ● ১০ই মাঘ ১৪৩১ ● ২৩শে জানুয়ারি ২০২৫ ● ২১শে রজব ১৪৪৬ ● রাত ১২:২০
শিরোনাম

By মুক্তি বার্তা

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার আরোহী নিহত

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে যশোরের অভয়নগরের নওয়াপাড়ার ভৈরব ব্রিজ রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। জানা যায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো একজন।

 
নিহতদের মধ্যে রয়েছেন নড়াইলের হীরক, তার বন্ধু আশরাফুল, তাদের একজনের স্ত্রী এবং সাত বছর বয়সী এক মেয়ে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, ভৈরব ব্রিজ থেকে একটি প্রাইভেটকার যশোর-খুলনা মহসড়কের দিকে যাচ্ছিল। ভৈরব ব্রিজ রেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেন ‘মহানন্দা এক্সপ্রেসের’ ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত তিন জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর এক শিশু এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন