আজঃ বৃহস্পতিবার ● ২৮শে চৈত্র ১৪৩০ ● ১১ই এপ্রিল ২০২৪ ● ৩০শে রমযান ১৪৪৫ ● রাত ৩:১০
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা -“জীবনের লেনদেন”

ফাইল ছবি

জীবনের লেনদেন
              কেয়ন ইমরান
থেকে থেকে সন্ধ্যা নামছে,
পৃথিবীটা গ্রাস করে ফেলছে।
না জানি আর কত-
থাকবে এ জীবন ব্যস্ত।
তিথির অন্তে পৌঁছে যাচ্ছি,
পদে পদে সবকিছু হারাচ্ছি।
একদিন থাকবে না আর-
হারানোর ভয় মাঝে আমার।
অশ্রু সিক্ত থাকে না-
আঁখি এখন আমি আনমনা।
কি যেন ভাবি গম্ভীরে-
মৃত্যু আমার অতি অদূরে।
পৃথিবীর এই রঙিন জলসায়
আমি নিরব খুব অসহায়।
বারযাখের খবর নিয়ে আসবে
মৃত্যুদূত, পরিণত হব শবে।
পৃথিবীর সব আশা অপূর্ণ,
কপাল আমার এমনই চূর্ণ।
দুঃখের নদীতে ডুবে গেছি,
শয়নের আগাম বার্তা পেয়েছি।
ক্লান্তি, অবসাদ আমার মিতা-
জ্বালিয়েছি বুকে অগ্নি চিতা।
আমার স্বাধীনতা বিবেকে বাঁধা।
আমি পাগল, মস্ত গাধা।
আমার হৃদয়ের পুরী তালাবদ্ধ,
তাই বাহ্যিক জগৎ স্তব্ধ।
ভিতরে পোড় খাওয়া মানুষ,
বাহিরে না জানিয়ে বেহুশ।
আমার অনুভূতি শক্তি অসাড়,
জোর করা খুশির বাড়।
অন্যের তরে মনকে শাসন,
আমি অবুঝ হাস্যোজ্জ্বল বদন।
আমি ফুল- তবে কাগজের,
সুশোভিত হই ক্ষণিক মনোরঞ্জনের।
তারপর ছুঁড়ে ফেলা পথে,
কখনও বা যায় রথে।
এভাবেই চলছে দিন-রাত,
জানি শীঘ্রই হবে মাত।
জীবনের লেনদেন যাবে চুকে,
শূণ্যতা রইল শুধু বুকে।
চিন্তায় চিন্তায় অহর্নিশি কাটে,
পড়ে আছি জীবনের হাটে।
লেনদেন হলে শেষ আমি
যাব ঘুমাতে, ঘুমই দামি।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন