By মুক্তি বার্তা
মাসুদ চৌধুরীর জন্মদিনে, শুভেচ্ছা জানায় কবিতা গানে
শুভেচ্ছা শুভ জন্মদিনে
আব্দুল আলীম
আজকের দিনে আমার ভাষায়
মুরব্বী সেজে গাইবো গানে গানে,
ভুল হলে ক্ষমা চাই
গেয়ে তোমার শানে।
শুভ শুভ, শুভদিন
শুভ হোক জন্মদিন।
শুভ হোক জন্ম, চাচার
গেয়ে বাংলার জয়ের বীণ।
আজকের দিনে জন্মিলে তুমি
জন্ম হয়নি বৃথা,
সাথে আছে দোয়া আরও
ভরসা দেবার কথা।
যেথায় হইছে জন্ম তোমার
সেথায় আছো পড়ে,
ভালোবাসা একেই বলে
ভালোবেসো মোরে।
বাংলাকে ভালোবাসছো চাচা
ভালোবাসছো বাঙালীকে,
তাইতো দিনে রাতে খাটছো তুমি
বদলে দিতে সমাজকে।
ইচ্ছা জাগিছে যাহা
নিয়তে থাকে যদি বাঁধা,
খন্ডিতে পারিবে না কেহো
পূরণ করিলে খোদা।
রাজনীতি তো রাজনীতি নয়
শুধুই জনমনের স্মৃতি,
যাহার মাঝে তুমি আছো
আছে গল্প করা গীতি।
কোথায় আছে রাস্তা নাহি
কোথায় নাই অন্ন,
তুমি বাবা খুঁজে বেড়াইছো
করে তন্ন তন্ন।
একটু খেয়াল করলেই—
দেখবো মোরা এই ধরণীর তরে,
করোনা মহামারিতেও ছুটেছো বাবা
যখন সবাই ঘরে।
তোমার ঘরকে ফাঁকি দিচ্ছ
অন্য ঘরের জন্য,
সেটাই যদি মনে করে সবাই
জীবন তোমার ধন্য।
চৌগাছাবাসীর মনের মাঝে
বাসা বেঁধেছো তুমি,
আসা রাখি ফল পাবে
বলে গেলাম আমি।
সবশেষে আবারও আমি
ব্যক্ত করতে চাই,
আজকে বাবা জন্মদিনে
শুভেচ্ছা জানালাম তাই।
মুবার্তা/এস/ই