আজঃ বৃহস্পতিবার ● ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ ● ১২ই জুন ২০২৫ ● ১৫ই জিলহজ্জ ১৪৪৬ ● বিকাল ৪:৫০
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। পুলিশের সেবা মানুষের দোরগোড়ে পৌছে দেয়ার লক্ষে

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এক যোগে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন বেলা ২ টার দিকে পৌরসভা চত্তরে কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব। অন্যানের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র মোঃ শাহিন, থানার সেকেন্ড অফিসার এসআই কউছার আলী, এএসআই ইব্রাহীম হোসেন, এএসআই বাবুল আক্তার, এএসআই সুমন হোসেন, পৌর কাউন্সিলর হাচানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিনা খাতুন, পৌরসভার হিসাব রক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এ সময় পৌর কর্মচারী ও পৌরসভার সকল ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন