আজঃ সোমবার ● ১৮ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২রা ডিসেম্বর ২০২৪ ● ২৮শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১২:০৮
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছার সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিযার বিদায়ী সংবর্ধনা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছার সদর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিযার বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের প্রাথমিক শিক্ষা ভবনে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে উপজেলার সদর ক্লাস্টারের শিক্ষকবৃন্দ।
উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও পশ্চিম স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল।
উপজেলা সহকারী প্রাথমিক  শিক্ষক সমিতির সহ-সভাপতি শামীম আক্তার লিখন ও সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান সবুজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক চৌগাছা মডেল সপ্রাবির প্রধান শিক্ষক নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কয়ারপাড়া সপ্রাবির প্রধান শিক্ষক নূর ই আলম মুক্তি, সাধারণ সম্পাদক মাধবপুর উত্তরপাড়া সপ্রাবির প্রধান শিক্ষক এবিএম শাহীন মাহবুব, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম, খড়িঞ্চা সপ্রাবির প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ইছাপুর সপ্রাবির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কংশারীপুর সপ্রাবির প্রধান শিক্ষক আশিকুর রহমান, মাঠচাকলা সপ্রাবির প্রধান শিক্ষক আব্দুর রউফ, স্বরূপদহা সপ্রাবির সহকারী শিক্ষক মাসুমা খাতুন প্রমুখ। সম্প্রতি সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়াকে যশোর সদর উপজেলায় বদলি করা হয়েছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন