আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৮:৫৬
শিরোনাম

By মুক্তি বার্তা

রাসেল বেঁচে থাকলে জাতি তার মাঝে বঙ্গবন্ধুকে  খুঁজে পেতেন….বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি 

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ তনয় শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

১৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘আমি মায়ের কাছে যাবো’ শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা খানম,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পনিরুজ্জামান পনির,সাবেক ছাত্রলীগ নেতা সুমন খান প্রমুখ।
এসময় বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন বলেন ছোট্ট শিশু রাসেলকে হত্যা করে ঘাতকরা পৈশাচিক মানসিকতার পরিচয় দিয়েছে। আজ রাসেল বেঁচে থাকলে জাতি তার মাঝে বঙ্গবন্ধুকে খুঁজে পেতেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,জাহিন মাহমুদ,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন