আজঃ মঙ্গলবার ● ১লা মাঘ ১৪৩১ ● ১৪ই জানুয়ারি ২০২৫ ● ১৩ই রজব ১৪৪৬ ● সন্ধ্যা ৭:১৬
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা – “দেখা অদেখা”

ফাইল ছবি

দেখা-অদেখা
                 কেয়ন ইমরান
সকল ভাঙ্গা যায় না দেখা
তবুও যে ভাঙ্গে,
কাটলে শুধু হয় না রেখা
তবুও জীবন রাঙ্গে।
শীতল হাওয়ায় বৈরী হল জীবন
খোঁজ কে রাখে,
প্রচণ্ড তাপে গায়ে মোটা বসন
খা খা বৈশাখে।
মনটাকে তো যায় না কেনা
তবুও যে দামি,
তুমি অন্যের যায় না মানা
তোমার শুধুই আমি।
ফুল ছাড়া হয় না ফল
তবুও যে হয়,
আবার হয় না ফুল-ফল
লতা-পাতা হয়।
সিক্ত নয়ন দুঃখ পেলে হয়
অতিরিক্ত আনন্দতেও হয়,
বৃষ্টি হলেও সুয্যি মামার উদয়
সবই খোদার লীলায়।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন