আজঃ মঙ্গলবার ● ২৬শে ভাদ্র ১৪৩১ ● ১০ই সেপ্টেম্বর ২০২৪ ● ৬ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৭:০৭
শিরোনাম

By মুক্তি বার্তা

থানার ভেতর বিস্ফোরণে গুন্ডার অধিক পুলিশ সদস্য আহত

পল্লবী থানা- ফাইল ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী থানার ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচ জন। এর মধ্যে চার জনই পুলিশ সদস্য বলে জানা গেছে। আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে।

ডিএমপির এডিসি মিডিয়া নাহিদা ফারজানা জানান, গত রাতে তিন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানা পুলিশ। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়। আসামিদের থানায় আনা হলে আজ ভোরে ডিজিটাল ওয়েট মেশিন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানান, আজ সকাল সাতটার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়।

ফেসবুকে লাইক দিন