আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● রাত ৮:৫০
শিরোনাম

By মুক্তি বার্তা

মা ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে     ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার অভিযান…..

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ‘ডিমওয়ালা’ মা ইলিশ রক্ষায়  সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ. মন্নান মৃধা ইউপি সদস্যদের নিয়ে নিজেই অভিযানে নেমেছেন।

সন্ধ্যা ও এর শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব চলার খবর পেয়ে তিনি ১৯ অক্টোবর সোমবার ও ২০ অক্টোবর মঙ্গলবার দিনভর সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী,দিদিহার,মসজিদবাড়ি ও জিরারকাঠিসহ বিভিন্ন এলাকার সন্ধ্যা নদীতে ট্রলার নিয়ে অভিযান চালান। এসময়  কয়েক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট  ও জব্দকৃত জালের সঙ্গে পাওয়া ইলিশ স্থানীয় ইয়াতিম খানায় বিতরণ করা হয়।অভিযানকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মকবুল হোসেন, আ.মন্নান বেপারী, আ. করিম,পনিরুজ্জামান পনির ও আনোয়ার হোসেন,যুবলীগ নেতা জয়ন্ত হালদার প্রমুখ। এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা বলেন  জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

ডিমওয়লা মা ইলিশ নিধন থেকে অসাধু জেলেদের কোন প্রকার নিবৃত করা সম্ভব না হওয়ায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন’র নির্দেশনায় নিজেই নদী পাহারায় নেমে পড়েছি। নিষেধাজ্ঞার শেষ দিন ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ রক্ষায় রাত-দিন নদী পাহারায় থাকবেন বলেও তিনি জানান।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন