By মুক্তি বার্তা
উজিরপুরের সাতলা ইউপির উপ-নির্বাচনে নৌকার প্রার্থী লিটন বিজয়ী
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন বিজয়ী হয়েছেন।
উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমদ্দিন জানিয়েছেন ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫শত ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৬শত ৬৯ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস ঘোরা প্রতীকে পেয়েছেন ৩শত ২৭ ভোট। তবে বিএনপি সহ অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেননি।
প্রসঙ্গত,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতলা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক আজাদের মৃত্যু হওয়ায় চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ২০ হাজার ৯শত ৬৩ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯ শত ৮২ ও মহিলা ভোটার ৯ হাজার ৯শত ৮১ জন। নির্বাচনে মোট ১৩ হাজার ৫শত ৩১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মুবার্তা/এস/ই