By মুক্তি বার্তা
বানারীপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পূর্ণিমা ঘোষের প্রার্থীতা ঘোষণা
বিশেষ প্রতিনিধি ॥ ডিসেম্বরে অনুষ্ঠেয় বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পূর্নিমা ঘোষ দস্তিদার প্রার্থীতা ঘোষণা করেছেন।
২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসে তিনি তার এ প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক শ্যামল সিকদার,মহিলা আওয়ামী লীগ নেত্রী সাথী রাণী খাসকেল,জগন্নাথ কলেজ শাখা ছাত্রলীগ নেতা দূর্জয় খাসকেল,ব্যবসায়ী প্রমথ হালদার প্রমুখ। এসময় পূর্ণিমা ঘোষ দস্তিদার বলেন তিনি জনগনের দোয়া,আর্শীবাদ ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ১,২ও ৩ নং ওয়ার্ডকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত আলোকিত ওয়ার্ডে রূপান্তর করবেন।
মুবার্তা/এস/ই