আজঃ মঙ্গলবার ● ২৬শে ভাদ্র ১৪৩১ ● ১০ই সেপ্টেম্বর ২০২৪ ● ৬ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১০:৩২
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় স্যানিটেশন মাস আক্টোবর-২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চৌগাছার আয়োজনে এই হাত ধোয়া প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম. এনামুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন, মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজ, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, সমাবায় কর্মকর্তা এম ছালাহউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, সাব রেজিষ্টার নারায়ন চন্দ্র মন্ডলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। র‌্যালি ও আলোচনা সভার আগে হাত ধোয়া প্রদর্শনী করা হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন