আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ২:৪৬
শিরোনাম

Edit Byঃ মুক্তি বার্তা

বিইউএফজের সভাপতি রুুহুল আমীন গাজীর আজ মুক্তি না হলে শনিবার থেকে দেশজুড়ে কর্মসূচি পালন

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধিঃ বিইউএফজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজীর আজ মুক্তি না হলে শনিবার থেকে দেশজুড়ে সাংবাদিকরা কর্মসূচি পালন করবেঃ-শওকত মাহমুদ আজ বৃহস্পতিবার (২২ অক্টঅক্টোবর) সকাল ১১-৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সভাপতি রহুল আমীন গাজীকে তার কর্মস্হল থেকে গ্রেফতার রাতের অন্ধকারে একটি বড় অংশে ঘুরিয়ে আতংক গ্রস্হ করে থানায় নিয়ে গেলে অসুস্থ হয়ে পড়েন।

রহুল আমীন গাজীর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)র সভাপতি কাদের গনী চৌধুরী। সভায় প্রধান অতিথি সাংবাদিক সমাজের অভিভাবক শওকত মাহমুদ বলেন সরকার দেশবাসীর সুখ শান্তি কেড়ে নিতে অন্যায় ভাবে সাংবাদিকদের উপর জুলুম নিপীড়ন চালাচ্ছে। সরকার যাদের দায়িত্ব সংবিধান অনুযায়ী মানুষের অধীকার সংরক্ষণ করার দায়িত্ব তাদের দিয়ে নাগরিক অধীকার হরণ করছে। তিনি বলেন বিচারকরাও বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে পারছেন না। শওকত মাহমুদ বলেন প্রবীণ সম্পাদক আবুল আসাদ,বিইউএফজের সভাপতি রুহুল আমীন গাজী সহ আটক সকল সাংবাদিককে মুক্তি দিতে হবে।তা না হলে শনিবার থেকে দেশজুড়ে সাংবাদিকরা উপনিবেশিক শাসকের অনুকরণকারীদের পদ ত্যাগ পর্যন্ত কর্মসূচি ঘোষনা করেছেন ডিইউজের সভাপতি সবাই মিলেই কর্মসূচি সফল করার আহবান জানান। বিইউএফজের মহাসচিব এম,আব্দুল্লাহ বলেন আজ বিকালের মধ্যে রুহুল আমীন গাজীর মুক্তি না দিলে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন নয়া দিগন্ত এর সম্পাদক আলমগীর মহি উদ্দিন, বিএফইউজের সাবেক মহাসচিব এম,এ,আজিজ বলেন আওয়ামিলীগ গনতন্ত্র,গণমাধ্যম এর স্বাধীনতা, ন্যায়বিচার আইনের শাসন কোনটাই প্রত্যাশা করা উচিৎ নয়। তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইন উপনিবেশ আইন।এত রক্তের বিনিময়ে পরাধীনতার শৃখল পরতে চাই নি। তিনি বলেন দেশের মানুষের অধীকার প্রতিষ্ঠা ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না।

আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ,ডিইউজের সাধারন সম্পাদক মোঃশহীদুল ইসলাম,বিএফইউজের বিনা প্রতিন্ধিতায় নির্বাচিত মহাসচিব নুরুল আমিন রোকন,সভা পরিচালনা করেন খন্দকার আলমগীর হোসেন। আরো ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী,ডি,এম,অমর,এম,এহালিম,জেসমিন জুঁই,মতিউর রহমান,সাদবিন রাব্বি, আসাদুল ইসলাম, আবু ইউসুফ, আবু হানিফ প্রমুখ। এ দিকে অসুস্থ সাংবাদিক নেতার জামিন না হওয়ায় শনিবার ১১টায় বিক্ষোভ কর্মসূচি হবে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন