আজঃ বৃহস্পতিবার ● ১১ই বৈশাখ ১৪৩২ ● ২৪শে এপ্রিল ২০২৫ ● ২৪শে শাওয়াল ১৪৪৬ ● রাত ১:৫৩
শিরোনাম

By মুক্তি বার্তা

হরিপুরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নাসরিন আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে হরিপুর উপজেলার মরাধার গ্রামে নাসরিন আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। নাসরিন আক্তার ওই এলাকার কূখ্যাত মাদক কারবারি খলিল হোসেন এর স্ত্রী।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম হরিপুর থানাধীন মরাধার গ্রামের মাদক ব্যবসায়ী খলিল হোসেনের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেলে তার স্ত্রী নাসরিন আক্তার পালাতে গেলে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগে ৫০ বোতল ফেন্সিডিল ও গোয়াল ঘর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মাদকসহ নাসরিন আক্তারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে হরিপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন