আজঃ মঙ্গলবার ● ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ ● ৩ ডিসেম্বর ২০২৪ ● ২৯শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ২:০৭
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

চৌগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সুজন হোসেন (২২) নামের এক কলেজ ছাত্র মারা গেছেন। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের আন্দারকোটা গ্রামের আনিছুর রহমানের একমাত্র ছেলে ও যশোর সিটি কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র। এ ঘটনায় আরোহী নান্নু (২৫) নামের একজন মারাত্মক আহত হয়েছে, সে একই গ্রামের বাসিন্দা।

নিহত কলেজ ছাত্রের চাচা রিয়াজুল ইসলাম বলেন, শুক্রবার এশার নামাজ আদায় করে ভাতিজা সুজন হোসেন ও তার পরিচিত গ্রামের নান্নু একসাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। কিছুক্ষন পর খবর আসে বাড়ির অদুরে মহেশপুর উপজেলার অর্ন্তগত আলীশাহ নামক স্থানে মোটরসাইকেল একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে দু’জনই মারাত্মক আহত হয়েছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ সুজনকে মৃত ঘোষনা করেন। আহত নান্নুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন