By মুক্তি বার্তা
কলেজ ছাত্রকে মারপিটের ঘটনায় মামলা
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পুলিশ পরিচয়ে রায়হান (১৯) নামের কলেজ ছাত্রকে নিজ বাড়ি থেকে দরজা ভেঙ্গে উঠিয়ে নিয়ে মারপিটের ঘটনায় মামলা হয়েছে।
রবিবার রাতে চৌগাছা থানায় ওই কলেজছাত্র নিজে বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন। আহত রায়হান উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং পাশাপোল-আমজামতলা মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এরআগে গত শনিবার দিবাগত রাতে উপজেলার গরীবপুর গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন কলেজছাত্র রায়হান (১৯)। দুর্বৃত্তরা তাকে বাড়ির দরজা ভেঙে উঠিয়ে নিয়ে তাকে বেদম মারপিট করে ফেলে রেখে যাওয়ার পর চৌগাছা থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুবার্তা/এস/ই