By Editor/মুক্তি বার্তা
চৌগাছায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে অমিত কুমার বসু
চৌগাছা প্রতিনিধিঃ ২৫ অক্টোবর রবিবার যশোর জেলার চৌগাছা পৌরসভায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিত কুমার বসু।
রবিবার রাত ৮ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার বসু চৌগাছা পৌর সভার ৪টি পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি মন্দিরে উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
আগের দিন শনিবার চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত শারদীয় দূর্গা পূজার মন্দিরগুলো পরিদর্শন করেন। এসময় তারা প্রতিমা দর্শন সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে একান্তে কুশল বিনিময় করেন।
মন্দির পরিদর্শন ও মতবিনিময় আয়োজনে এইসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক, চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় , উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন্দ্র নাথ দে, যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই সরকার ও প্রদীপ রায়, চৌগাছা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক হালদার এবং সাধারণ সম্পাদক অভিজিৎ রায় প্রমুখ।
মুবার্তা/এস/ই