আজঃ বৃহস্পতিবার ● ১লা ফাল্গুন ১৪৩১ ● ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ ● ১৩ই শাবান ১৪৪৬ ● দুপুর ১২:২৭
শিরোনাম

By মুক্তি বার্তা

শারদীয় দূর্গাপূজায় বিভিন্ন মন্ডপে সাবেক সভাপতি নিমাই সরকারের গেঞ্জী বিতারন

ফাইল ছবি

শ্যামল দত্ত,চৌগাছাঃ চৌগাছা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সফল সভাপতি বাবু নিমাই কুমার সরকার শারদীয় দূর্ঘা পূজা বিভিন্ন মন্ডপে গেঞ্জী বিতারন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সার্বজনীয় কালি মন্দীরের সাধারণ সম্পাদক ষষ্টী সরকার, সাবেক ছাত্রলীগের নেতা সুমন সরকার, মাছবাজার মন্দিরের সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস,  প্রকৌশলী রজনী কান্ত সরকার সহ বিভিন্ন দূর্গা পূজা্ কমিটির সভপতি/ সাধারণ সম্পদকের কাছে উপহার হিসাবে গেঞ্জী তুলেদেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন