By মুক্তি বার্তা
বিয়ানীবাজারে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকব্যবসায়ীকে আটক
নিউজ ডেস্কঃ গতকাল বুধবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা জিরো পয়েন্টে অভিযান চালিয়ে মইয়াখালী গ্রামের খলিলুর রহমানকে আটক করা হয়। আটকের সময় তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। সেই লক্ষ্যে মাদক বিরোধী অভিযান আরও বৃদ্ধি করা হবে।
মুবার্তা/এস/ই