আজঃ বৃহস্পতিবার ● ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৮শে নভেম্বর ২০২৪ ● ২৫শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৭:১৭
শিরোনাম

By মুক্তি বার্তা

উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে দশটায় এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ নিবেদন, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে দশটায় র‌্যালি সহকারে উপস্থিত হয়ে শহরের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর আলোচনা সভায় বক্তৃতা করেন উদীচী শিল্পী গোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের আহবায়ক উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, উপজলা সংসদের উপদেষ্টা সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, উপজেলা সংসদের যুগ্ম আহবায়ক চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী চৌগাছা উপজেলা সংসদের উপদেষ্টা চৌগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা সংসদের যুগ্ম আহবায়ক শওকত আলী, সদস্য নাজমা আক্তার শিমু, আব্দুর রহমান, মিজানুর রহমান, বিএম শাহিন মাহবুব, মামুন শামীম আক্তার লিখন, ভাস্কর আতিয়ার রহমান, দেলোয়ার হোসেন, ইসমেতারা খাতুন, অভিজিৎ রায়, সুমন চন্দ্র, আব্দুল গণি প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন