Edit By: মুক্তি বার্তা
১৪ই নভেম্বর পর্যন্ত পুনরায় বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
নিউজ ডেস্কঃ আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত পুনরায় বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। সীমিত পরিসরে খোলার বিষয়ে দুই সপ্তাহ পর বিবেচনা করা হবে; জানালেন শিক্ষামন্ত্রী।
আজ বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি আরো জানান, এবার সমাবেশ করে বই উৎসব হবে না; বিকল্প নিয়ে ভাবছে সরকার।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে আগে থেকেই।
মুবার্তা/এস/ই