By মুক্তি বার্তা
ফ্রান্সে রাসূল সা. কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রহেলাপুর গ্রামের মুসল্লিদের বিক্ষোভ
কামরুজ্জামান, যশোরঃ ফ্রান্সে রাসূল সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে যশোর সদর উপজেলার রহেলাপুর গ্রামের মুসল্লিদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৩০ অক্টোবর’ ২০ইং রোজ শুক্রবার, জুমার নামাজের পর যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের সমস্ত মসজিদের ইমাম সাহেবদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলের শেষে ইমামগণ সংক্ষিপ্ত বক্তব্য রেখে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রহেলাপুর ঈদগাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ,
পহেলাপুর বিশ্বাস পাড়া জামে মসজিদের সবেক খতিব মাওলানা বজলুর রহমান, রহেলাপুর বিশ্বাস পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মোহাম্মদ আবদুল আউয়াল, রহেলাপুর মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুহাম্মাদ মুরাদ হোসেন প্রমুখ
মুবার্তা/এস/ই