আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সন্ধ্যা ৬:৪০
শিরোনাম

By Editor/মুক্তি বার্তা

ঝিকরগাছার বিভিন্ন জায়গায় হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ সভা ও মানব বন্ধন

ফাইল ছবি

বিল্লাল হুসাইন, ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীরা নবী করীম (সঃ) কে নিয়ে ফ্রান্সে কটুক্তি করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মানব বন্ধন করেছেন। আখেরী নবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ফ্রান্সে যে কটুক্তি করেছে তার প্রতিবাদে বাঁকড়া এলাকার সাধারন শিক্ষার্থী,সাধারণ ছাত্র সমাজ ও সর্ব স্তরের ধর্মপ্রান মুসলমানেরা একত্রিত হয়ে এই প্রতিবাদ সভা ও মানব বন্ধন করেছেন। প্রতিবাদ সভায় ফ্রান্সের যাবতীয় পন্য বর্জন ও তাদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করার আহবান জানান।

অপর দিকে, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাঁকড়াতে প্রতিবাদ সভা করেছেন সাধারণ ছাত্র সমাজ ও এলাকার সর্বস্থরের জনগন।

আজ শনিবার বিকাল ৪ টার সময় বাঁকড়া বাজার কেন্দ্রীয় স্কুল মাঠ হতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের বিরুদ্ধে এ প্রতিবাদ সভা ও মিছিল নিয়ে বের হয়ে,এসময় বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন।

এই প্রতিবাদ সভায় বিভিন্ন মাদ্রাসা ও এলকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

সভা শেষে বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় জাতিসংঘে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সরকারের কাছে দাবী জানান। সেইসাথে ফ্রান্সের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সকল পন্য বয়কট করার আহবান জানান বাঁকড়া প্রস্তাবিত থানা কমিটির ইমাম পরিষদের সভাপতি সহ সকল বক্তারা।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন