By মুক্তি বার্তা
বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া ব্রিজে বাস চাপায় ইমাম নিহত স্কুল ছাত্রী আহত : সড়ক অবরোধ
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে যাত্রীবাহী বাস চাপায় পুলিশের সাবেক দারোগা ও স্থানীয় মসজিদের ইমাম গণি সরদার (৮০) নিহত ও পূজা নামের এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে রবিবার বেলা ১১টার দিকে বরিশাল থেকে বানারীপাড়া ও স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উজিরপুর উপজেলার গুঠিয়া বেইলী ব্রিজের ওপর পথচারী গণি সরদার ও পূজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গণি সরদার(৮০) নিহত হন। আশংকাজনক অবস্থায় পূজাকে (১৪) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গণি সরদারের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউুিনয়নের শংকরপুর গ্রামে। পুলিশের উপ-পরির্দশক পদ খেকে অবসর গ্রহণের পরে তিনি প্রথমে গুঠিয়া জামে মসজিদে ও বর্তমানে গুঠিয়া ইউনিয়ন পরিষদ জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালণ করতেন।
অপরদিকে আহত পূজা বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের অসিম দাসের মেয়ে ও গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এদিকে এ দূর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুদ্ধ শত শত জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করায় ঘটনার পর থেকে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে গুঠিয়া ব্রিজের দু’প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী দূভোর্গের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ,বিমানবন্দর ও উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুবিচারের আশ্বাস বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
মুবার্তা/এস/ই