আজঃ বৃহস্পতিবার ● ২৪শে মাঘ ১৪৩১ ● ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ● ৬ই শাবান ১৪৪৬ ● দুপুর ১:০১
শিরোনাম

By মুক্তি বার্তা

যুবরাই দেশের মূল চালিকা ও প্রেরণা শক্তি …আলহাজ্ব গোলাম ফারুক

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ‘মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান’ স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। এসময় তিনি বলেন যুবরাই দেশের মূল চালিকা ও প্রেরণা শক্তি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালণ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা.উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রশিক্ষনার্থীদের মাঝে ঋনের চেক,সনদ,মাস্ক ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ভূমিকা রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আকতার।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন