By মুক্তি বার্তা
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট সোাহেল সানি’র ডিআরইউ’র সম্মাননা স্মারক অর্জন
রাহাদ সুমন, বািশেষ প্রতিনিধিঃ প্রখ্যাত সাংবাদিক, লেখক, কবি ও কলামিস্ট সোহেল সানি ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) রজতজয়ন্তী উৎসবে সম্মাননা স্মারক(ক্রেস্ট)অর্জন করেছেন।
শনিবার (১ নভেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত ডিআরইউ’র রজতজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে সংগঠনে’র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তার হাতে এ সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি ও রজতজয়ন্তী উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার। প্রসঙ্গত সপ্তাহ ব্যাপি রজতজয়ন্তী এ উৎসবের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য সাংবাদিক সোহেল সানি জীবনের ঝুঁকি নিয়েে রক্ত দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্পত্তি রক্ষা করেছিলেন। সেই সম্পত্তিতে সংগঠনটির নিজস্ব আধুনিক কার্যালয় নির্মাণ করা হচ্ছে। তার এ রক্তের অবদান সাংবাদিকরা কৃতজ্ঞ চিত্তে সর্বদা স্মরণ করে থাকেন। এদিকে বরিশালের বানারীপাড়ার কৃতী সন্তান গুনী সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি ডিআরইউ’র সম্মাননা স্মারকে ভূষিত হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মুবার্তা/এস/ই