আজঃ শুক্রবার ● ১২ই বৈশাখ ১৪৩২ ● ২৫শে এপ্রিল ২০২৫ ● ২৫শে শাওয়াল ১৪৪৬ ● রাত ৪:৩৫
শিরোনাম

By মুক্তি বার্তা

উজিরপুরে গোয়াল ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গোয়ালঘর থেকে   তাছলিমা বেগম(৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। সে

উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে উজিরপুর  মডেল থানায়  ইউডি মামলা দায়ের  করা হয়েছে।
জানা গেছে, পার্শ্ববর্তী   বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি গ্রামের আজহার মোল্লার মেয়ে তাসলিমার সঙ্গে উজিরপুর উপজেলার ভরসা কাঠী গ্রামের গফফার হাওলাদারের ছেলে মহিউদ্দিনের ১০ বছর  পূর্বে বিয়ে হয়। তাদের সংসার জীবনে দুটি  সন্তান রয়েছে। গত রোববার রাতে গরু ঘরে তাছলিমাকে মৃত অবস্থায়  দেখতে পেয়ে
পরিবারের লোকজন উজিরপুর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে  মর্গে প্রেরন করে।
তাছলিমার বড় ভাই  কালাম দাবি করেন তার বোনকে হত্যা করা হয়েছে।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জিয়াউল আহসান বলেন, প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি তবে ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন