আজঃ মঙ্গলবার ● ১লা মাঘ ১৪৩১ ● ১৪ই জানুয়ারি ২০২৫ ● ১৩ই রজব ১৪৪৬ ● সন্ধ্যা ৬:২৭
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভায় জলাধার আইনকে উপেক্ষা করে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখাগেছে  পৌর শহরের সিহংভাগ সরকারি খালের পাশে থাকা ব্যক্তি মালিকানা জমির মালিকরা তাদের সম্পত্তির পরিধি বাড়াতে গিয়ে খাল গুলোকে ভরাট করে অস্তিত্বহীন করে তুলেছে। জলাধার আইনানুযায়ী ব্যক্তিগত পুকুর হলেও তা ভরাট না করার বিধান রয়েছে। এ অবস্থায় বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রায়েরহাট ব্রিজের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ঢালে একটি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই পুকুরটি সরকারি বলে স্থানীয় অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। এদিকে ওই স্থানে সেটি পুকুর না হলেও ভরাট হতে যাওয়া জলাশয়টি সরকারি বলে জানাগেছে। ইতোমধ্যেই ওই স্থানে অনেকে  দোকান ঘর তুলে অবৈধভাবে দখল করেছেন।

অপরদিকে বানারীপাড়া পৌরসভার মধ্যে থাকা অধিকাংশ সরকারি খাল দখল হয়ে যাওয়া ও ব্যক্তিমালিকানাধীন শতাধিক পুকুর ভরাট করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গোটা পৌরবাসীকে। এক পশলা বৃষ্টি ও বন্যার পানি উঠলে তা নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি এডিশ মশার সৃষ্টি হচ্ছে এবং নষ্ট হচ্ছে পরিবেশ।এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, অবৈধভাবে ওই পুকুর যদি কেউ ভরাট করে স্থাপনা নির্মাণ করে থাকে তবে তা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ করার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন