আজঃ শুক্রবার ● ২৯শে অগ্রহায়ণ ১৪৩১ ● ১৩ই ডিসেম্বর ২০২৪ ● ৯ই জমাদিউস-সানি ১৪৪৬ ● রাত ১২:০৫
শিরোনাম

By মুক্তি বার্তা

জেল হত্যা দিবসে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও শোক র‌্যালি

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এই আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।
বিকেল চারটায় উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে চৌগাছা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বচ্ছাসেবকলীগের আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বকুল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, পাশাপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাপ্পী, সম্পাদক শফিকুল ইসলাম, ধুলীয়ানি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, সম্পাদক মোমিনুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক সুমন হোসেন, জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন, সম্পাদক তাসিকুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সিদ্দিক, সম্পাদক ভুট্টো, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেসবাহ উদ্দিন ইটু, সম্পাদক মফিজ উদ্দিন, স্বরূপদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহিদ, সম্পাদক বিদ্যুৎ প্রমুখ।
শোক র‌্যালি শেষে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজের সঞ্চালনায় আলোচনা সভায় স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন