By মুক্তি বার্তা
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পিতার মৃত্যুতে অমিত কুমার বসুর শোক
চৌগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ চৌগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জনপ্রিয় ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিত কুমার বসু।
সাবেক এই কেন্দ্রীয় ছাত্রনেতা এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী দীর্ঘ একমাস এর ওপর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ঢাকাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ১১.১৫ মিনিট সময়ে আটাত্তর (৭৮) বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুবার্তা/এস/ই