আজঃ শুক্রবার ● ১১ই মাঘ ১৪৩১ ● ২৪শে জানুয়ারি ২০২৫ ● ২৩শে রজব ১৪৪৬ ● রাত ১১:৫৪
শিরোনাম

By মুক্তি বার্তা

বানারীপাড়ায় রাসুল (সাঃ)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমীরুল মুছলিহীন হযরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুর’র  আহবানে, ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে  উপজেলার  মুসল্লিরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

৪ নভেম্বর বুধবার সকাল ১০ টায় বানারীপাড়া ফেরিঘাটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময়ে শত শত ধর্মপ্রান মুসল্লি  ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়। এ সময় উপস্থিত আলেম-ওলামা ও স্থানীয় ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।বক্তারা এসময় বলেন, ইসলাম এবং মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি মুসলিম জাতি মেনে নিবে না। তারা বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানান ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন